কমিটি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রণীত প্রবিধানমালা, ২০২৪-এর প্রবিধান ৬৪ (১) ধলঘাট স্কুল এন্ড কলেজ, পটিয়া, চট্টগ্রাম-এ নিম্নবর্ণিত সদস্যের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে স্মারক ইস্যুর তারিখ হতে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেয়া হল।

সদস্যদের তালিকা

১। জনাব মো: আবুল মনসুর

সভাপতি (বোর্ড কর্তৃক মনোনীত)।

২। মোহাম্মদ জামাল উদ্দিন

অধ্যক্ষ , ধলঘাট স্কুল এন্ড কলেজ , পটিয়া, চট্টগ্রাম।

সদস্য সচিব (পদাধিকার বলে)।

৩। জনাব মো: সাইফুর রহমান।

শিক্ষক প্রতিনিধি (সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত)।

৪। জনাব নুরুল ইসলাম চৌধুরী করিম……… অভিভাবক সদস্য (সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)।

চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে

(প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম)

কলেজ পরিদর্শক

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।

untitled design (39)
Scroll to Top